টেকনাফে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক
কক্সবাজারের টেকনাফে দেশীয় অস্ত্রসহ পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে এপিবিএন সদস্যরা। বুধবার (৫ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে জাদিমুড়া ক্যাম্প থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কেফায়েত উল্লাহ (২২), মোহাম্মদ আলম (২৫), জাহির আহম্মদ ওরফে জাকির আহম্মদ (৪১), সামছু ওরফে সমছু (৩২) ও নূর মোহাম্মদ (২৫)।
এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে হ্নীলা জাদিমুড়া ক্যাম্পে অভিযান চালানো হয়। ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। আটকরা পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন সাইজের চারটি রামদা জব্দ করা হয়েছে।
টেকনাফ-১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক জানান, তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান