ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আয়োজন করছে আরএফএল

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০২২

প্রাকৃতিক সৌন্দর্যের চারণভূমিগুলোকে পরিচ্ছন্ন রাখতে সচেতনতা সৃষ্টিতে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আয়োজন করছে বহুমুখী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল। কোম্পানির সহযোগী পণ্য টেল প্লাস্টিকের আয়োজনে ১১ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ৭-৯টা পর্যন্ত কক্সবাজার সৈকতের সুগন্ধা বিচে এ প্রোগ্রাম চলবে।

‘সমুদ্র রাখতে পরিষ্কার, দরকার শুধু ইচ্ছার’ স্লোগানে আয়োজিত বিচ ক্লিনিং প্রোগ্রামে সহযোগিতা করছে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ও রাউন্ড টেবিল।

প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের এজিএম তৌহিদুজ্জামান বলেন, আমরা সবাই কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্র সৈকতে ঘুরতে যাই। কিন্তু আমাদের ফেলে আসা ময়লা-আবর্জনা সৈকতের সৌন্দর্য যেমন নষ্ট করছে তেমনি আমাদের পরিবেশেরও ক্ষতি হচ্ছে। তাই ভ্রমণপিপাসুদের মাঝে সচেতনতা বাড়াতে ‘বিচ ক্লিনিং প্রোগ্রাম’ আমাদের ক্ষুদ্র একটা প্রয়াস। আসুন আমরা সচেতন হই, প্রাকৃতিক সৌন্দর্যের এ চারণভূমিগুলোকে বিনষ্ট না করি।

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম