গাড়ি চুরির অপবাদে পিকআপ চালককে ‘পিটিয়ে হত্যা’
কক্সবাজারের রামুতে গাড়ি চুরির অপবাদ দিয়ে পিকআপ চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ জানুয়ারি) ভোরে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে ইয়াসির নামের একজনকে আটক করেছে পুলিশ।
নিহত পিকআপ চালক মো. হানিফ (৩০) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৬নং ওয়ার্ড মধ্যমপাড়া এলাকার মো. আবদুল্লাহর ছেলে। তার একটি কন্যাসন্তান রয়েছে ও বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, হানিফ রামুর চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকার মৃত জহির আলমের ছেলে জোবায়ের এর মালিকানাধীন পিকআপ চালাতেন। ১০-১২দিন পূর্বে গাড়িটি চুরি হয়ে যায়। চুরির পর থেকে মাদকাসক্ত জোবায়ের ও তার সহযোগিরা গাড়ি চুরির অপবাদ দিয়ে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল হানিফকে।
গত ৮ জানুয়ারি হানিফকে জোবায়েরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পিকআপ মালিক জোবায়েরসহ আরও কয়েকজন হানিফকে চুরি হওয়া গাড়ির সন্ধান চেয়ে কয়েকদিন ব্যাপক শারীরিক নির্যাতন চালায়। এক পর্যায়ে তার মৃত্যু হলে কৌশলে মরদেহ রামুর পশ্চিম মেরংলোয়া এলাকায় ফেলে দেয়।
সোমবার ভোরে ওই এলাকায় সড়কের পাশে হানিফের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রামু থানা পুলিশ, পিবিআই, সিআইডি পৃথক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মরদেহ উদ্ধারের সময় উপস্থিত এলাকার একাধিক বাসিন্দা জানান, গত শনিবার (৮ জানুয়ারি) জুবায়ের ও তার লোকজন হানিফকে প্রকাশ্যে মারধর করে তুলে নিয়ে গিয়েছিল। তাদের ধারণা জুবায়ের পরিকল্পিতভাবে হানিফকে হত্যা করেছেন।
অভিযোগের বিষয়ে জানার জন্য জোবায়েরের সঙ্গে অনেক চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিহত হানিফের মা নুরুচ্ছাফা বেগম জানান, গাড়ি চুরির অপবাদে তার ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, গাড়ি চুরির অপবাদ দিয়ে হানিফকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহে মারধরের অনেক চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে রাতে দাফন করা হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।
সায়ীদ আলমগীর/কেএসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান