ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাড়পত্র না থাকায় সাতক্ষীরায় দুই ইটভাটাকে জরিমানা

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:৪৩ এএম, ১১ জানুয়ারি ২০২২

ছাড়পত্র না থাকায় অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে সাতক্ষীরায় একটি কয়লা উৎপাদন কারখানা ও দুটি ইটভাটাকে জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত তাদের আট লাখ টাকা জরিমানা করে।

রোববার (৯ জানুয়ারি) সদর উপজেলার ফিংড়ী এলাকায় ও সোমবার (১০ জানুয়ারি) কলারোয়া উপজেলার হেলাতলায় এলাকায় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদা পারভীন।

এ সময় সদর উপজেলার জামান ব্রিকস ও রকি ব্রিকসকে আর্থিক জরিমানাসহ ইটভাটা দুটি ভেঙে দেওয়া হয়। এছাড়া কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের একটি কারখানা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে এই অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের আর্থিক জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আহসানুর রহমান রাজীব/কেএসআর