ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে মাটি পরিবহন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১১ জানুয়ারি ২০২২

ঝিনাইদহে মাটি পরিবহনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত আটজন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সদর উপজেলার বিষয়খালী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাহেব আলী, হানেফ আলী, শাকিল ও মিন্টু মিয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বিষয়খালী পশ্চিমপাড়া মাঠে নিজের জমি থেকে মাটি কেটে পাওয়ার ট্রিলারে করে বাড়িতে নিয়ে যাচ্ছিলেন সাহেব আলী। সে সময় মিন্টু মিয়ার জমির ওপর দিয়ে পাওয়ার ট্রিলারটি গেলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয় পরিবারের লোকজন লাঠি, ধারালো অস্ত্র নিয়ে মারামারিতে লিপ্ত হন। সে সময় আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএইচ/এএসএম