ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে গাছের নিচে মিললো ১০ কোটি টাকার ক্রিস্টাল মেথ

টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ১১ জানুয়ারি ২০২২

কক্সবাজারের টেকনাফে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের ক্রিস্টাল মেথ (আইস) নামের মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতের ঝাউ বাগান থেকে আইসগুলো উদ্ধার করা হয়।

jagonews24

টেকনাফ ব্যাটালিয়নের লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতের ঝাউ বাগানে পাচারের জন্য লুকানো একটি গাছের নিচে লুকানো প্লাস্টিকের গাছ থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। ওই ব্যাগে দুই কেজি ৬৪ গ্রাম ক্রিস্টাল মেথ পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা। এ ঘটনা কাউকে আটক করতে পারেনি বিজিবি।

তিনি আরও জানান, জড়িতদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার মালামাল সবার উপস্থিতিতে ধ্বংস করা হবে।

আরএইচ/এএসএম