পিকনিক বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারায় পিকনিক বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের আরও ১৫ যাত্রী। বুধবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মীর আহমদ (৩৫) দুর্ঘটনা কবলিত সৌদিয়া পরিবহনের চালক। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায় বলে জানা গেছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা থেকে অন্তত ৩৫ জন বিভিন্ন বয়সী লোক পিকনিক করতে সৌদিয়া পরিবহনের একটি বাসে কক্সবাজার যাচ্ছিলেন। পথে হঠাৎ টায়ার পাংচার হয়ে যায়। এ সময় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলে বাসের চালক মীর আহমদ মারা যান। এ সময় বাসের আরও অন্তত ১৫ জন আহত হন।
মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ সাফায়েত হোসেন বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আমাদের জিম্মায় রয়েছে। গুরুতর আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পর চালকসহ দুজন নিহত হয়েছে বলে জানা গেলেও আবুল কাসেম নামে আরেকজন এখনো বেঁচে আছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের উদ্ধার করে স্থানীয় মালুমঘাট মিশনারি হাসপাতালসহ চকরিয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সাঈদ আলমগীর/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান