ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরাজিত প্রার্থীকে মিষ্টিমুখ, কিশোরদের সঙ্গে ক্রিকেট খেললেন শুভ

মির্জাপুর (টাঙ্গাইল) | প্রকাশিত: ১০:০৩ পিএম, ১৭ জানুয়ারি ২০২২

পরাজিত প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য খান আহমেদ শুভ।

সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামে জহিরুল ইসলামের বাড়িতে গিয়ে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় খান আহমেদ শুভ জহিরুল ইসলামকে মিষ্টিমুখ করান।

এর আগে খান আহমেদ শুভ এ আসনের টানা চারবারের সংসদ সদস্য প্রয়াত একাব্বর হোসেনের মির্জাপুর সদরের বাসায় সৌজন্য সাক্ষাৎ করে পরিবারের সবাইকে মিষ্টিমুখ করান।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম প্রমুখ।

জহিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে মির্জাপুরে ফেরার পথে সফরসঙ্গীদের নিয়ে মারিশান কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার শিশু-কিশোরদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন শুভ। এসময় তিনি তাদের উৎসাহ দেন।

নবনির্বাচিত এমপি খান আহমেদ শুভ বলেন, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবে। নির্বাচনের ফলাফলের পর আমরা সবাই ভাই ভাই। আমি সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে মিলেমিশে কাজ করতে চাই।

রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে খান আহমেদ শুভ এক লাখ চার হাজার ৫৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙল প্রতীকে জহিরুল ইসলাম জহির পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট।

এস এম এরশাদ/এসআর/এমএস