ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিকরগাছায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০২২

যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে কপোতাক্ষ নদের ব্যাংকদাহ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের তাকবিল হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। সকালে বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মিলন রহমান/আরএইচ/এমএস