সিরাজগঞ্জে আইনজীবীদের আদালত বর্জন প্রত্যাহার
ফাইল ছবি
সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি ও জেলা জজ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে।
ফলে মঙ্গলবার (২৫ জানুয়ারি) থেকে জেলা জজ আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক কর্যক্রম শুরু হয়েছে।
এর আগে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিচারক ও আইনজীবীদের মধ্যে সমঝোতা বৈঠকের পর আদালত বর্জনের আন্দোলন প্রত্যাহার করেন আইনজীবীরা।
সোমবার (২৪ জানুয়ারি) রাতে আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না।
তিনি বলেন, আইনজীবী এবং আদালত কর্মচারীদের মধ্যে সৃষ্ট সমস্যা সমাধানে জেলা জজের কক্ষে সোমবার বিকেলে ঘণ্টাব্যাপী বিচারক, আইনজীবী ও কর্মচারীদের মধ্যে বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হওয়ায় আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বৈঠকের সিদ্বান্ত অনুযায়ী আইনজীবী ও আদালত কর্মচারীদের করা পৃথক দুই মামলা প্রত্যাহার এবং অভিযুক্ত স্টোনোগ্রাফার ইউসুফ আলীকে অন্যত্র বদলির সিদ্ধান্ত হয়।
উল্লেখ, গত ১৩ জানুয়ারি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলী আইনজীবী আবুল কালামের কাছে ঘুষ দাবি করায় অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয়। এরপর রোববার (১৬ জানুয়ারি) আপত্তিকর ব্যানার নিয়ে আইনজীবীদের শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সভা-সমাবেশ করেন জেলা জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারীরা। পরে অফিস ও এজলাস বন্ধ রেখে আপত্তিকর ব্যানার নিয়ে আন্দোলনের অভিযোগ এনে জড়িতদের শাস্তির দাবিতে আদালত বর্জন করেন আইনজীবিরা। এ অবস্থায় মারপিটের অভিযোগ এনে থানায় আইনজীবী ও স্টোনোগ্রাফারের পক্ষে পৃথক দুটি মামলা হয়। এ অবস্থায় আদালত কর্মচারীদের শাস্তি ও অভিযুক্ত ইউসুফ আলীর গ্রেপ্তার দাবি করে আদালত বর্জন কর্মসূচি শুরু করেন আইনজীবীরা।
এএইচ/জিকেএস