ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ির পাশে মিললো মাটিচাপা নবজাতক

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৬ জানুয়ারি ২০২২

ভোলার বোরহানউদ্দিনে মাটিচাপা দেওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকের বয়স একদিন বলে জানা গেছে।

বুধবার (২৬ জানুয়ারি) দিনগত গত ৪টার দিকে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আল মামুন তথ‌্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনারসহ (ভূমি ) বড় মানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন তালুকদারের বাড়ির পিছন থেকে মাটিচাপা অবস্থায় একদিন বয়সী এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন‌্য ভোলা সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস