পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ
শীতল বাসাতে বিপর্যস্ত জনজীবন
টানা তিনদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জনপদ পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।
শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
শুক্রবার সকালেও সূর্যের মুখ দেখা যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি দেখা যায়। তবে টানা শৈত্যপ্রবাহে প্রতিদিন বিকালের পর থেকেই শুরু হয় ঘন কুয়াশা। উত্তরের হিম শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

শহরের তুলারডাংগা মহল্লার ইজিবাইক চালক সফিজুল ইসলাম বলেন, ‘আগে প্রতিদিন ৫০০-৭০০ টাকা পর্যন্ত আয় হতো। এখন ঠান্ডার কারণে কেউ গাড়িতে উঠতে চায় না। দৈনিক আয় অর্ধেকেরও কম হয়। শীতে পরিবার নিয়ে অনেক কষ্টে আছি।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’
সফিকুল আলম/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি
- ২ প্রতিপক্ষকে ঘায়েল করতে হত্যাচেষ্টার মধ্যে কোনো বীরত্ব নেই
- ৩ জাগো নিউজে সংবাদ প্রচারের পর নিজের ঠিকানা পেলেন বীরাঙ্গনা যোগমায়া
- ৪ হঠাৎ ফেসবুকে রাঙ্গার ক্ষমা চাওয়ার ভিডিও
- ৫ শহীদ মিনারে মুক্তিযুদ্ধের গ্রাফিতি মুছে আলপনা, সমালোচনায় তৎপর