ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের ইসলামপুরে ট্রেনে কাটা পড়ে নাইম খন্দকার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহত নাইম উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্য এলাকার শহীদ খন্দকারের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মোশারফগঞ্জ এলাকায় ওয়াজ মাহফিল শুনতে দুইজন সঙ্গীসহ মোটরসাইকেল করে বাড়ি থেকে বের হন নাইম। গাইছিপাড়া রেলক্রসিং এলাকা পৌঁছালে ইসলামপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী একটি লোকাল (২৫৫ আপ) ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আরও দুইজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জাগো নিউজকে বলেন, আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার মোশারফগঞ্জের গাছিপাড়া রেলক্রসিংয়ে দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এমএএইচ/