ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চার পিকআপে মিললো ৬০০ কে‌জি জাটকা

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ১২:২৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২২

ভোলায় চার‌টি পিকআপ ভ‌্যানে তল্লাশি চা‌লি‌য়ে ৬০০ কে‌জি জাটকা জব্দ ক‌রে‌ছে কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের সদস‌্যরা। প‌রে জব্দকৃত জাটকা রোববার (৩০ জানুয়া‌রি) সকা‌লে স্থ‌ানীয় এতিমখানা ও অসহায়‌দের মা‌ঝে বিতরণ করা হ‌য়ে‌ছে।

কোস্টগার্ড দ‌ক্ষিণ জো‌নের মি‌ডিয়া কর্মকর্তা লে. তাহ‌সিন রহমান জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে শ‌নিবার রাত ১২টার দি‌কে ভোলা সদর উপ‌জেলার ভেদু‌রিয়া লঞ্চঘা‌টে ম‌াছবাহী চার‌টি পিকআপ ভ‌্যানে তল্লাশি ক‌রে ১৫ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় এর সঙ্গে জ‌ড়িতদের কাউ‌কে পাওয়া যায়‌নি।

তি‌নি আরো জানান, জব্দকৃত জাটকা রোববার সকা‌লে স্থানীয় এতিমখানা ও অসহায়‌দের মা‌ঝে বিতরণ করা হ‌য়ে‌ছে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের নিচে জাটকা ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।

জু‌য়েল সাহা বিকাশ/এফএ/জেআইএম