সিরাজগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরির মূলহোতা গ্রেফতার
চুরি হওয়া মিটারসহ গ্রেফতার বাকিরুল ইসলাম রাকিব
সিরাজগঞ্জে বৈদ্যুতিক মিটার চুরি চক্রের মূলহোতা বাকিরুল ইসলাম রাকিবকে (২৭) গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা। এ সময় চুরি হওয়া সাতটি বৈদ্যুতিক মিটার উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম।
তিনি বলেন, জেলার কাজীপুর, রায়গঞ্জ, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলায় কিছুদিন ধরে পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক মিটার রাতের আঁধারে চুরি হতে থাকে। বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়। চুরি হওয়া মিটার উদ্ধার ও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারসহ আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।
পুলিশ সুপার আরও বলেন, গোয়েন্দা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মিটার চুরির মূল হোতা বাকিরুল ইসলাম রাকিবকে শনিবার রাতে সলঙ্গা থেকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্য মতে কাজীপুর উপজেলার হাজরাহাটি গ্রাম থেকে একটি, মাথাইলচাপড়া গ্রাম থেকে একটি, রৌহাবাড়ি গ্রাম থেকে দুটি, হাটশিয়া গ্রাম থেকে দুটি ও রায়গঞ্জ উপজেলার এলাঙ্গী মধ্যপাড়া গ্রাম থেকে একটি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। একই সঙ্গে মিটার চুরির যন্ত্রপাতিও জব্দ করা হয়।
চুরির ঘটনা বর্ণনা দিয়ে পুলিশ সুপার বলেন, ‘এ চক্রটি মিটারগুলো পোল থেকে খুলে ওই জায়গায় বিকাশ নম্বর লিখে একটি কাগজের টুকরোতে ঝুলিয়ে রাখে। বিকাশ নম্বরটি ক্ষতিগ্রস্ত গ্রাহক পাওয়ার পর চোর চক্রের সঙ্গে যোগাযোগ করলে মিটার ফিরিয়ে দেওয়ার শর্তে তারা বিভিন্ন পরিমাণ টাকা দাবি করতো। টাকা পেলে চুরি হওয়া মিটার কোনো নির্দিষ্ট জায়গায় রেখে গ্রাহককে ফোন দিয়ে বলে দেওয়া হতো।
মিটার চুরির ঘটনায় কাজীপুর ও রায়গঞ্জ থানায় পৃথক দুটি মামলাও হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
এসজে/জিকেএস