চুয়াডাঙ্গায় ২ শিক্ষক বরখাস্ত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীন উচ্চমাধ্যমিক পরীক্ষা চলাকালে নকলে সহযোগিতার দায়ে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নকল করায় দায়ে ২৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দামুড়হুদা উপজেলার আবদুল ওদুদ শাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে সমাজ কল্যাণ ও সমাজ বিজ্ঞান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুর রহমান কলেজের শিক্ষক নাজমুল হাসান মিঠু ও সাজ্জাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করেন। তাদেরকে পরীক্ষা সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যহতির আদেশ দেন তিনি।
কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।