অল্প সময়ের মধ্যে হাওরে উড়াল সড়কের কাজ শুরু হবে: পরিকল্পনামন্ত্রী
বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী
অল্প সময়ের মধ্যে হাওরে উড়াল সড়কের কাজ শুরু হবে বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, যারা ভয় দেখিয়ে অপরাজনীতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে সরকার। হাজার হাজার স্কুল-কলেজ, মসজিদ, মন্দির তৈরি করা হচ্ছে। মনে রাখবেন আমরা ধর্মও করব কর্মও করব। আমাদের সবার উচিত শেখ হাসিনার পাশে দাঁড়ানো।
তিনি আরও বলেন, হাওরের মানুষদের শেখ হাসিনা খুব ভালবাসেন। কী করলে হাওরের মানুষের জীবনমানের উন্নয়ন হবে সে চিন্তা করেন। শুধু তাই নয় অল্প সময়ের মধ্যে হাওরে উড়াল সড়কের কাজ শুরু হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ উপস্থিত ছিলেন।
লিপসন আহমেদ/আরএইচ/জেআইএম