যশোরে অস্ত্র-কার্তুজসহ চিহ্নিত সন্ত্রাসী আটক
যশোরে দুটি ওয়ান শার্টারগান ও দুই রাউন্ড কার্তুজসহ চিহ্নিত সন্ত্রাসী কামরুল ওরফে খোঁড়া কামরুলকে আটক করেছে ডিবি পুলিশ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহরতলির চাঁচড়া সাড়াপোল মসজিদের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। কামরুল যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের আব্দুল গফুর মোল্যার ছেলে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামরুলকে আটকের পর অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কামরুলের বিরুদ্ধে আগেও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে অস্ত্র-গুলি ব্যবসায় জড়িত।
মিলন রহমান/এএইচ/জিকেএস