ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাস্থ্য কমপ্লেক্সে ঘোরাঘুরি, জরিমানা গুনলেন ৫ নারী

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:৫৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে পাঁচ নারী দালালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধ করলে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে তাদের আটক করে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপমা ফারিসা।

অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বদরুল হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেদুর রহমান ও মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপমা ফারিসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরে অভিযান চালানো হয়। এসময় সিসিটিভি ফুটেজ দেখে পাঁচজনকে চিহ্নিত করে প্রত্যেককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

মো. নাসিম উদ্দিন/আরএইচ/জিকেএস