মানবতার দেওয়াল থেকে ‘মানবতা’ উধাও
মানবতার দেওয়ালে নেই জামা-কাপড়
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের একটি দেওয়াল। দেওয়ালে টাঙানো একটি ফেস্টুন। সেখানে ওপরে লেখা ‘মানবতার টানে, পাশে আনে’। মাঝেই লেখা রয়েছে—‘আপনার অতিরিক্ত জিনিসটি এখানে রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিসটি এখান থেকে নিয়ে যান’। ফেস্টুনের নিচে ঝোলানো হ্যাঙ্গার। তবে হ্যাঙ্গারে কোনো জামা-কাপড় নেই।
অঙ্গীকার, দেশপ্রেম ও মানবতার স্লোগানে স্পন্দন ফাউন্ডেশনের উদ্যোগে ২০২০ সালে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার তিনটি স্থানে তৈরি করা হয় মানবতার দেওয়াল। প্রথমদিকে উদ্যোক্তারা কিছু অপ্রয়োজনীয় জামা-কাপড় এই দেওয়ালে রাখতেন। তবে এর কিছুদিন পরই এখানে অপ্রয়োজনীয় জামা-কাপড় রাখা বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ঘটা করে উদ্বোধন করা হলেও এক বছরের মাথায় মানবতার দেওয়াল থেকে ‘মানবতা’ উধাও হয়ে যায়। তীব্র শীতেও এখানে শীতবস্ত্র না পেয়ে অসহায় লোকগুলো ফিরে যাচ্ছেন।
সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে গিয়ে দেখা যায়, মানবতার দেওয়ালে কোনো জামা-কাপড় নেই। সেখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে। তবে সেই নম্বরে কল দিয়েও অপরপ্রান্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
স্থানীয় যুবক সুজন ও হুমায়ুনসহ কয়েকজন বলেন, ‘প্রথমদিকে হাসপাতালের স্টাফরা দেওয়ালে কাপড়-চোপড় রেখে যেতেন। কিন্তু এখন কেউ কিছু রাখেন না। মানুষও কিছু নিতে আসে না।’
এ ব্যাপারে স্পন্দন ফাউন্ডেশনের সরিষাবাড়ী শাখার সভাপতি মোস্তফা আমির ফয়সাল জাগো নিউজকে বলেন, ‘মানব সেবার উদ্দেশ্য নিয়েই দেওয়ালগুলো করা। কিন্তু অ্যাক্সিডেন্ট করার কারণে আমি এটার তদারকি করতে পারিনি। তবে সামনের দিনগুলোতে অবশ্যই এ বিষয়ে তদারকি করবো।’
নাসিম উদ্দিন/এসআর/এএসএম