ভারতে পাচারের সময় ২০ স্বর্ণের বারসহ আটক দুই
বিজিবির হাতে স্বর্ণের বারসহ আটকরা
যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ২০টি স্বর্ণের (৩ কেজি ৮৯১ গ্রাম) বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আলী হোসেনের ছেলে লিটন হোসেন (২৫) ও একই গ্রামের আজিজুর রহমানের ছেলে মোহাম্মদ হাফিজুর রহমান (২৮)।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনজুর-ই-এলাহী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে একটা স্বর্ণের চালান পাচার হবে। বালুন্ডা কেষ্টপুর গ্রামে অভিযান পরিচালনা করে ৩ কেজি ৮৯১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার, একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন ও হাফিজুরকে আটক করা হয়। আটক স্বর্ণের সিজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটক স্বর্ণ ও পাচারকারী দুজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
মো. জামাল হোসেন/এসজে/জিকেএস