ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাজারে মাজারে ঘুরে তিন বিয়ে করেও শেষ রক্ষা হলো না রাসেলের

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৭:০৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২

গ্রেফতার এড়াতে সাধুর বেশে মাজারে মাজারে ঘুরে বেড়াতেন। তিনটি বিয়েও করেছেন। তারপরও শেষ রক্ষা হলো না। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে অভিযান চালিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলার ফকিরপাড়া এলাকা থেকে রাসেল ফকির নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

হত্যা ও অস্ত্র মামলাসহ তার বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার রাসেল ফকির উপজেলার ফকিরপাড়া এলাকার মো. পতু ফকিরের ছেলে।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ইসলামপুর সার্কেল অফিসার এএসপি মো. সুমন মিয়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাসেল ফকিরের নামে তিনটি জিআর ওয়ারেন্ট রয়েছে। তার নামে দুটি হত্যা মামলা, একটি অস্ত্র মামলাসহ অন্যান্য আরও চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নাম-পরিচয় গোপন করে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলাসহ বিভিন্ন জেলায় পল্লীচিকিৎসক (দন্ত) হিসেবে কাজ করতেন। শুধু তাই নয়, সাধুর বেশে বিভিন্ন জেলায় মাজারে মাজারে ঘুরে বেড়াতেন।

ঘোরাঘুরি করতে গিয়ে জামালপুরে দুটি ও লক্ষ্মীপুর জেলায় একটি বিয়ে করেছেন। এমনকি সাধুর বেশে প্রায়ই ভারতে গিয়ে আত্মগোপন করতেন বলেও তিনি স্বীকার করেছেন। আজ সকালে তাকে গ্রেফতার করে পুলিশ।

মো. নাসিম উদ্দিন/এসআর/এএসএম