ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

হাসপাতালের দরপত্র ছিনতাই, যুবলীগ নেতাসহ আটক ৪

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২

সুনামগঞ্জ সদর হাসপাতালের সাড়ে ৩ কোটি টাকার ওষুধ ও যন্ত্রপাতি ক্রয় দরপত্রের সিডিউল ছিনতাইয়ের অভিযোগে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের তেগরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

সুনামগঞ্জ সদর হাসপাতাল সূত্র জানায়, বুধবার সকালে এক ঘণ্টার ব্যবধানে সদর হাসপাতাল থেকে সাড়ে ৩ কোটি টাকার ওষুধ ও যন্ত্রপাতি ক্রয় দরপত্রের দুটি সিডিউল ছিনতাই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করে। পরে সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বলসহ চারজনকে আটক করে পুলিশ।

সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান জাগো নিউজকে বলেন, একঘণ্টার ব্যবধানে হাসপাতাল থেকে দরপত্রের দুটি সিডিউল ছিনতাই হয়ে যায়। পরে আমরা পুলিশকে খবর দিলে তারা এসে সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। কাকে আটক করা হয়েছে তা আমরা জানি না।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জাগো নিউজকে বলেন, হাসপাতালের দরপত্র সিডিউল ছিনতাইয়ের ঘটনায় সদর উপজেলা যুবলীগের সভাপতিসহ চারজনকে আটক করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় এখনো সুনির্দিষ্ট করে বলতে পারছি না, পরে বিস্তারিত জানতে পারবো।

লিপসন আহমেদ/এসজে/এএসএম