টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় (অজ্ঞাত) এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ঢেউটিন ভর্তি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালিহাতী উপজেলার জোকারচরের বিবিএ এর ১১নং সেতুর নিকট পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পিলারে সঙ্গে ধাক্কা খায়। এ সময় ট্রাকটির উপর থাকা ওই শ্রমিক পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। নিহতের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি