ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আশুগঞ্জে মেঘনা নদীর রেলসেতুতে আগুন

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১০:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর ওপর নির্মিত হাবিলদার আব্দুল হালিম রেলসেতুতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সেতুর ৪ নম্বর পিলার বরাবর বৈদ্যুতিক তারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কিশোরগঞ্জের ভৈরব নৌ দমকল বাহিনীর সদস্যরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুগঞ্জ কলাবাগান থেকে রেলওয়ে সেতুর ওপর দিয়ে ভৈরবে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। সন্ধ্যার পর ওই বৈদ্যুতিক লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সময় ওই সেতু দিয়ে কোনো ট্রেন পারাপার হয়নি। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম