চাঁদপুরে নৌ-পুলিশের অভিযানে ১৫ বাল্কহেড জব্দ, আটক ৪৫
নৌপথে চাঁদপুর অঞ্চলে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে নৌ পুলিশ। সোমবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫ বাল্কহেড ও দুটি নৌকাসহ ৪৫ জনকে আটক করা হয়েছে।
চাঁদপুর নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে বাল্কহেড চলাচল নিষিদ্ধ। অপরদিকে অনেক বাল্কহেডে প্রয়োজনীয় নেভিগেশন যন্ত্রাংশ এবং দক্ষ চালক নেই। ফলে রাতে এসব বাল্কহেড যাত্রীবাহীসহ অন্যান্য নৌযানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
নৌ পুলিশ সুপার আরও বলেন, আইন অমান্য করে রাতে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়ায় বাল্কহেড চলছিল। তা প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৫ বাল্কহেড ও ৩৩ জনকে আটক করা হয়। এছাড়াও অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা নিধনের অপরাধে দুটি নৌকা ও আরও ১২ জেলেকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
নজরুল ইসলাম আতিক/এএইচ/এএসএম