ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় বখাটের জরিমানা

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৮:০০ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২

দিনাজপুরের নবাবগঞ্জে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় চিরঞ্জিত বর্মণ (২০) নামের এক যুবকের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান সরকার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত চিরঞ্জিত বর্মণ উপজেলায় গোপালগঞ্জ ইউনিয়নের দাদুড়িয়া গ্রামের শ্রী সুকারু বর্মণের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চিরঞ্জিত বর্মণ ওই গ্রামের ছাত্রীকে স্কুলে ও প্রাইভেট আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিতেন। মঙ্গলবার ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় স্থানীয়রা আটক করে ৯৯৯ নম্বরে ফোন দেন।

পরে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুজ্জামান সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযুক্ত চিরঞ্জিত বর্মণ দোষ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মো. মাহাবুর রহমান/আরএইচ/এএসএম