ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অস্বাস্থ্যকর খাবার দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৯:৪৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশন ও সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদেরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান।

অভিযানকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হোটেল উজানভাটিকে ৩ লাখ ও স্থানীয় ডিসেন্ট ফুড নামক একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশন ও সংরক্ষণের দায়ে এই দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় উজানভাটি নামক হাইওয়ে রেস্তোরাঁয় মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়ায় খাদ্য তৈরি ও পরিবেশন করার প্রমাণ পাওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া ডিসেন্ট ফুড নামক একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে উৎপাদনের তারিখ ও মেয়াদবিহীন প্যাকেটকৃত অনেকদিনের জমাট বাঁধা দুধ, ঘি, কেক, মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। প্যাকেটের গায়ে স্টিকারে মেয়াদের ভিন্ন ভিন্ন তারিখ দেয়া ছিল এবং যথাযথ লেবেল পাওয়া যায়নি। ফলে এসব মালামাল জব্দ করাসহ উক্ত প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী, ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার ইমরান হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম।

আবুল হাসনাত/এফএ/এএসএম