সিরাজগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ছবি
সিরাজগঞ্জের চৌহালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মামুন (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে যমুনা নদীর ঘুশুরিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
মামুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া মোল্লাপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।
নিহতের দাদা মনিরুল ইসলাম জানান, রাতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মেঘাচ্ছন্ন আকাশ দেখে বাড়ি ফিরছিল মামুনসহ কয়েক জেলে। ঘুশুরিয়া ঘাটে নেমে বাড়ির দিকে যাচ্ছিলো সে। এসময় বজ্রপাতে মামুন মারা যায়। পরে পেছনে থাকা অপর জেলেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে