ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বজ্রপাতে জেলের মৃত্যু

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:২৪ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

সিরাজগঞ্জের চৌহালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মামুন (২৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে যমুনা নদীর ঘুশুরিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

মামুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া মোল্লাপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে।

নিহতের দাদা মনিরুল ইসলাম জানান, রাতে যমুনা নদীতে মাছ ধরতে গিয়ে মেঘাচ্ছন্ন আকাশ দেখে বাড়ি ফিরছিল মামুনসহ কয়েক জেলে। ঘুশুরিয়া ঘাটে নেমে বাড়ির দিকে যাচ্ছিলো সে। এসময় বজ্রপাতে মামুন মারা যায়। পরে পেছনে থাকা অপর জেলেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

আরএইচ/জিকেএস