ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কয়রায় ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

নিজস্ব প্রতিবেদক | খুলনা | প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

খুলনার কয়রায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে ইমরান হোসেন (১৯) নামের এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের পায়রাতোলার আইট গ্রামের আব্দুল জব্বার গাজীর ছেলে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেজুরবাগ মসজিদের পাশে দুই পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পক্ষে ছিলেন ভ্যানচালক ইমরানের যাত্রীরা। একপর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে প্রতিপক্ষ। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তিনি মারা যান।

পুলিশ কর্মকর্তা ইব্রাহিম হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আলমগীর হান্নান/এসআর/এএসএম