ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

‘পুলিশের নির্যাতনে’ নিহত উজিরের বাড়ি গেলেন অতিরিক্ত ডিআইজি

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৯:৩২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘পুলিশের মারধরে’ নিহত উজির মিয়ার বাড়ি পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার। উজির মিয়া গ্রেফতারের সময় প্রত্যক্ষদর্শী তার মা, স্ত্রী, মেয়ে ও চাচাত বোনের সঙ্গে একান্তে দীর্ঘ সময় কথা বলেন তিনি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পশ্চিম পাগলা ইউনিয়নের বাগেরকোনা শত্রুমর্দন গ্রামে নিহত উজিরের বাড়িতে যান অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন- ছাতক থানার সার্কেল বিল্লাল হোসেন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেনসহ পুলিশ সদস্যরা।

পরিদর্শন শেষে অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেন, ‘উজির মিয়ার মৃত্যুর ঘটনায় সবকিছু সমন্বয় করে মূল বিষয় উদঘাটনের মাধ্যমে তদন্ত সাপেক্ষে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

২০ ফেব্রুয়ারি রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উজির মিয়া। স্বজনদের অভিযোগ, গরু চুরির অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে নির্যাতন করে পুলিশ। পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।

এদিকে ২৫ ফেব্রুয়ারি বিকেলে উজির মিয়ার বাড়িতে তার স্বজনদের দেখতে যান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় তিনি সাংবাদিকদের বলেছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যে কারো সঙ্গে এমনটি হওয়া উচিত নয়। এর সুষ্ঠু বিচার হবে। অপরাধী যে কেউ-ই হোক না কেন, তার বিচার নিশ্চিত করা হবে। তবে অবশ্যই অপরাধীর দোষ প্রমাণিত হতে হবে।

লিপসন আহমেদ/এসজে/এমএস