সিরাজগঞ্জে ৬০ লাখ টাকার হেরোইনসহ যুবক আটক
হেরোইনসহ আটক মো. আলামিন
সিরাজগঞ্জের সলঙ্গায় ৬০ লাখ ৬০ হাজার টাকার হেরোইনসহ মো. আলামিন (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২ মার্চ) দুপুরে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটক আলামিন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা মল্লিকপাড়া গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সলঙ্গার চড়িয়া কান্দিপাড়া গ্রামের রুবাইয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ৬০৯ গ্রাম হেরোইনসহ আলামিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল নগদ ৫৩০ টাকা উদ্ধার করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬০ লাখ ৬০ হাজার টাকা।
আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে