ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৬

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৩:২৩ পিএম, ০৫ মার্চ ২০২২

লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রদল ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৫ মার্চ) দুপুরের হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ সংঘর্ষ ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সারাদেশের মতো হাতীবান্ধা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে বাধা দেয় পুলিশ। পরে কার্যালয়ে প্রতিবাদ সভা করেন বিএনপির নেতাকর্মীরা।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহারিয়ার জিহানের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। এতে দু’পক্ষে মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এদিকে সভা শেষে ছাত্রদলের নেতাকর্মীরা মেডিকেল মোড়ে অবস্থান নেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও একই মোড়ে মিছিল নিয়ে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে দুপক্ষের অন্তত ছয়জন আহত হন। তাদের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জাগো নিউজকে বলেন, দুপক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পৌর শহরে পুলিশ টহল দিচ্ছে।

মো. রবিউল হাসান/এসজে/জিকেএস