ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রডসহ নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০৮ মার্চ ২০২২

রড, সিমেন্ট, বিটুমিনসহ সব ধরনের নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে এবং দাম কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে জেলা ঠিকাদার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি শেখ হেমায়েত আলীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- ঠিকাদার আজিজুল হক, নাজমুশ শাহাদাৎ, জহিরুল কবির, আব্দুল্লাহ আল বাসেত, সুজন ভুঁইয়া প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রড, সিমেন্ট, পাথর, বিটুমিনসহ সব ধরনের নির্মাণসামগ্রীর দাম হঠাৎ করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া টাইলস, ইলেকট্রনিকস যন্ত্রাংশ ২০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

তাই নির্মাণসামগ্রীর দাম কমানোসহ চলমান প্রকল্পের বাজেট পুনঃনির্ধারণের দাবি জানান তারা।

এইচ এম কামাল/এমআরআর/এএসএম