ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিজারের জন্য হাসপাতালে নেওয়ার পথে যমজ শিশুর জন্ম

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২২

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে সিজারের জন্য রংপুরে নেওয়ার সময় পথেই যমজ সন্তানের জন্ম দিলেন দুলালী বেগম (২৫) নামে এক প্রসূতি।

বুধবার (০৯ মার্চ) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা নবীনগর এলাকায় রাস্তার পার্শ্ববর্তী এক বাড়িতে স্থানীয় ধাত্রী ও পল্লীচিকিৎসকের সহায়তায় যমজ শিশুর জন্ম হয়। দুলালী বেগম পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।

প্রসূতির স্বামী রশিদুল ইসলাম বলেন, স্ত্রীর প্রসবের সময় ঘনিয়ে আসলে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে আলট্রাসনোগ্রাম করা হয়। চিকিৎসক দুই শিশুর কথা জানান। কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব সম্ভব হবে না জানিয়ে তিনি সিজারের জন্য স্ত্রীকে জরুরিভিত্তিতে রংপুরে নিতে বলেন।

রশিদুল আরও বলেন, বুধবার দুপুরে মাইক্রোবাসযোগে রংপুরের ধাপ এলাকার রোজ ক্লিনিকের উদ্দেশ্যে রওয়ানা দেই। পথে বাউরা ইউনিয়নের নবীনগর এলাকায় স্ত্রীর প্রচণ্ড প্রসব বেদনা উঠলে সড়কের পাশে থাকা একটি বাড়িতে নিয়ে যাই। সেখানেই একটি ছেলে ও একটি মেয়ে সন্তান জন্ম হয়। মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।

বাউরা ইউনিয়নের নবীনগর এলাকার বাসিন্দা আঞ্জু বেগম বলেন, ‘প্রসব ব্যথার বিষয় জানতে পেরে আমরা দ্রুত আতিয়ার রহমানের বাড়িতে নিয়ে ধাত্রীর মাধ্যমে চেষ্টা করি। পল্লী চিকিৎসকও ছিলেন। কোনো প্রকার সমস্যা ছাড়াই দুটি সন্তান জন্ম দেয় প্রসূতি দুলালী বেগম। বর্তমানে মা ও দুই শিশু সুস্থ আছেন।’

এসজে/এএসএম