ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আমরা পড়াশোনাটা একটু বদলাতে চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৩ মার্চ ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পরীক্ষা মুখ্য বিষয় নয়, জ্ঞান ও দক্ষতা অর্জনই মুখ্য বিষয়। আমরা দক্ষ ও যোগ্য মানুষ তৈরি করতে চাই। যে মানুষের কথা বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা সেরকম সোনার মানুষ গড়তে চাই। যারা সুনাগরিক হবে। বিশ্ব নাগরিক হবে।

তিনি বলেন, আমরা আমাদের পড়াশোনাটা একটু বদলাতে চেষ্টা করছি। এজন্য অনেক বাবা-মা আমার ওপর একটু গোস্যা হচ্ছেন। তারা বলছেন, পরীক্ষা কমিয়ে দিলে তো আমাদের ছেলেমেয়েরা ভালো শিখবে না। শুধু পরীক্ষা দিয়ে তো ভালো শেখা হয় না। গবেষণা বলছে, যেখানে যে দেশে শিক্ষার মান যত উন্নত সেখানে সে দেশে পরীক্ষার চাপ তত কম। পরীক্ষা নেই তার মানে এই নয় যে আমি শিখছি না।

jagonews24

রোববার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে উত্তরবাংলা কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরও বলেন, শিক্ষাটা হতে হবে আনন্দময়। আমাদের শিক্ষাজীবন থেকে আনন্দটা একদম উবে গেছে। সারাক্ষণ শুধু পড়া, কোচিং আর পরীক্ষা।

jagonews24

স্থানীয় এমপি এবং সমাজকল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান ও কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু জাফর, পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার প্রমুখ।

রবিউল হাসান/এসআর/জিকেএস