হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
দুর্ঘটনা কবলিত একটি মোটরসাইকেল
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৩০) ও শামিম হোসেন (২৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৩ মার্চ) বিকেলে উপজেলার মিলন বাজার এলাকা ও হাতীবান্ধার সাব রেজিস্ট্রি অফিসের বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাগুলো ঘটে।
পুলিশ জানায়, বুড়িমারী-লালমনিরহাট আঞ্চলিক মহাসড়কে মিলন বাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আরিফুল ইসলামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। অপরদিকে উপজেলার সাব রেজিস্ট্রি অফিস এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শামিম হোসেন গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আরিফুল ইসলাম উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সাড়ডুবি গ্রামের সফিয়ার রহমানের ছেলে। আর শামিম হোসেন উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া গ্রামের আবু তাহের রব্বানী ছেলে।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম দুর্ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা ঘটানো ট্রাকচালক ও হেলপাররা পলাতক থাকলেও একটি ট্রাক জব্দ করা হয়েছে।
রবিউল হাসান/এমআরআর/এমএস