নেত্রকোনায় লাঠির আঘাতে প্রাণ গেলো কিশোরের
ফাইল ছবি
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলায় লাঠির আঘাতে রিয়াদ মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নিহত রিয়াদ উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের ফজলুল হকের ছেলে।
খালিয়াজুরি থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল হক জানান, শনিবার (১২ মার্চ) দুপুরে রিয়াদের বড় ভাই রোমান গ্রামের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় তার পাশ দিয়ে ট্রলি নিয়ে যাচ্ছিলেন রামিম (১৮) নামে স্থানীয় এক তরুণ। ট্রলিটি ধুলা উড়িয়ে যাওয়া নিয়ে রামিমের সঙ্গে রোমানের বাকবিতণ্ডা হয়।
এসআই রিয়াজুল বলেন, ঘটনার দিন বিকেলে ওই দুজনের মধ্যে আবারও ঝগড়া বাধে। বিষয়টি দেখতে পেয়ে রোমানের ছোট ভাই রিয়াদ এগিয়ে আসে। এসময় রামিম লাঠি দিয়ে রিয়াদের ঘাড়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রোববার সকালে মারা যায় রিয়াদ।
বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এইচ এম কামাল/এমআরআর/জিকেএস