‘যুদ্ধ থামার দু-একমাস পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্বাভাবিক হবে’
সেমিনারে সেমিনারে বক্তব্য দিচ্ছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থেমে যাওয়ার দু-একমাস পর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার (১৬ মার্চ) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এসএমই মেলার সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও করোনার আগে প্রতি ব্যারেল পেট্রলের দাম ছিল ৪৩ ডলার। বর্তমানে আমাদের তা কিনতে হচ্ছে ১২০ ডলার দিয়ে। যদি সরকার ৪৩ ডলারেই তা দেওয়ার চেষ্টা করে সেক্ষেত্রে প্রচুর টাকা ভর্তুকি দিতে হয়। সরকার তাও দিতে পারতো। কিন্তু সরকার করোনার ভ্যাকসিন কিনতে প্রায় ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকার মতো ভর্তুকি দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়তো যুদ্ধ থেমে যাওয়ার পর দুই-এক মাস থাকবে। এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তাই আমি সবাইকে আহ্বান জানাবো রাজনৈতিক চটকদার স্লোগান ও মিথ্যাচারে বিভ্রান্ত না হয়ে সরকারকে সহযোগিতা করুন।

তিনি আরও বলেন, খাদ্যসামগ্রীর দাম বেড়েছে ৩২ শতাংশ। যার অধিকাংশ আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়। আমরা ৭০ মিলিয়ন টন বাইরের দেশ থেকে সংগ্রহ করি। যার ৩৫ শতাংশ কেনা হয় ইউক্রেন ও রাশিয়া থেকে। এজন্য দ্রব্যমূল্য কিছুটা বেড়েছে। কাজেই আমাদের যে মূল্যস্ফীতি তা আমদানিকৃত মূল্যস্ফীতি। এখানে সরকারের কিছু করার নেই। সরকার এরইমধ্যে টেক্স প্রত্যাহার করেছে এবং বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করেছে। এজন্যই চালের দাম এখনো স্থিতিশীল আছে এবং অন্য দ্রব্যেরও দাম স্থিতিশীল হয়ে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মনিরা আক্তারসহ আরও অনেকে।
নজরুল ইসলাম আতিক/এসজে/জিকেএস