লৌহজং নদীতে ব্রিজ ভেঙে যোগাযোগ বিছিন্ন
টাঙ্গাইল-ওমরপুর প্রধান সড়কের বেড়াডোমা লৌহজং নদীর উপর বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে পশ্চিম অঞ্চলের সঙ্গে শহরের সরাসরি যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে। ফলে এলাকার সাধারণ জনগণ পড়েছে চরম দুর্ভোগে। বুধবার সকালে ব্রিজটি ভেঙে পড়ে।
টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর মীর মইনুল হক লিটন বলেন, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে রড বোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর উঠার সঙ্গে সঙ্গে ব্রিজিটি ভেঙে যায়। এ সময় ট্রাকটি নদীতে পড়ে যায়। ট্রাকটি নদীতে পড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দুই বছর আগে মালবাহী একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় একইভাবে ভেঙে পড়লে পুনরায় সংস্কার করা হয়। আজ ভোরে আবারও ব্রিজটি ভেঙে পড়ে।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ