কুয়াকাটা সৈকতে ফের মিললো মৃত কচ্ছপ
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আরও একটি মৃত কচ্ছপ পাওয়া গেছে। এটির ওজন আনুমানিক ২৫ থেকে ৩০ কেজি।
শুক্রবার (২৫ মার্চ) দুপুর ১টায় কুয়াকাটা সৈকতের লেম্বুরবন পয়েন্ট এলাকায় কচ্ছপটি পাওয়া যায় । পরে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা উপস্থিত হয়ে কচ্ছপটিকে উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেন।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম বাচ্চু জাগো নিউজকে বলেন, দুপুরে আমরা আমাদের সদস্যের মাধ্যমে জানতে পেরে টিম নিয়ে এখানে চলে আসি। এসে কচ্ছপটি উদ্ধার করি। কচ্ছপটির ওপরের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। দেখে মনে হচ্ছে দু-এক দিন আগেই মারা হয়েছে।
ইউএস-এইড বাংলাদেশ প্রকল্পের পটুয়াখালী জেলা সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে বলেন, বর্তমানে কচ্ছপের ডিম দেওয়ার মুখ্য সময়। তাই এরা উপকূলে চলে আসে। আজকে যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। এটির বয়স ১৫-২০ বছর হতে পারে। আমাদের লোক রয়েছে, আমরা কিছু স্যাম্পল সংগ্রহ করে রাখছি।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে বলেন, গত এক সপ্তাহের মধ্যে মৃত তিনটি কচ্ছপ আসলো। এটা আমাদের জন্য খারাপ সংকেত বলে মনে করি।
এর আগে সোমবার (২১ মার্চ) বিকেলে কুয়াকাটা সৈকতে পাওয়া যায় সাত ফুট লম্বা একটি মৃত ডলফিন। তার ১৮ ঘণ্টা পরে ২২ মার্চ গঙ্গামতির পয়েন্টে দুটি মৃত কচ্ছপ পাওয়া যায়। তার তিন দিনের মাথায় আজকে আবারও দেখা মিললো আরেকটি কচ্ছপের।
আসাদুজ্জামান মিরাজ/এমআরআর/এমএস