এবার কুয়াকাটায় মিললো বড় দুটি মৃত কচ্ছপ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ২২ মার্চ ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে এবার পাওয়া গেলো দুটি মৃত কচ্ছপ। যার একটির ওজন প্রায় ২৫ কেজি, অন্যটির ওজন ২০ কেজি।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টায় কুয়াকাটা সৈকতের গঙ্গামতি পয়েন্টের তেত্রিশকানি এলাকায় এক কিলোমিটার আওতার মধ্যে দুটি কচ্ছপ দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

jagonews24

জুয়েল ও স্থানীয় জেলেরা জানান, সকালের জেয়ারে কচ্ছপ দুটি তীরে ভেসে আসতে দেখেছি। একটি বড়, একটি ছোট।

পরে ডলফিন রক্ষা কমিটি ও ইকো-ফিস ২ সদস্যদের খবর দিলে সদস্যরা এসে কচ্ছপ দুটিকে উদ্ধার করে কিছু অংশ স্যাম্পল রেখে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়।

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, মূলত কদিন আগে জেলিফিশের পরিমাণ বেড়ে যাওয়ায় ওরা তীরে আসতে পারে। কারণ কচ্ছপগুলোতে জেলিফিশ খেতে পছন্দ করে। আজ যে কচ্ছপ দুটি ভেসে এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিম ওলিভাসিয়া (Lepidochelys olivacea)। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকে। তবে এই দুটির বয়স ১৫-২০ বছর হতে পারে।

jagonews24

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে জানান, কচ্ছপ দুটির মুখে ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে। মনে হচ্ছে কোনোকিছুর সঙ্গে আটকে মারা গেছে। এটির বড়টি পুরুষ ছোটটি মহিলা।

গত বছরের এপ্রিল মাসে দুটি কচ্ছপ পাওয়া গেছে। এরপরে আবার এই বছর মার্চে দুটি মৃত কচ্ছপ মিললো। সামুদ্রিক প্রাণীর এই মৃত্যুগুলো আমাদের সমুদ্র পরিবেশের জন্য বেশ হুমকি বলে উল্লেখ করেন তিনি।

এর আগে সোমবার ২১ মার্চ বিকেলে কুয়াকাটা সৈকতে পাওয়া যায় সাতফুট লম্বা একটি মৃত ডলফিন। তার ১৮ ঘণ্টা পরই একইস্থানে পাওয়া গেলো মৃত কচ্ছপ দুটি।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।