কুয়াকাটায় ভেসে এলো ৭ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ২১ মার্চ ২০২২

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে সাত ফুট দৈর্ঘে্যর একটি মৃত ডলফিন।

সোমবার (২১ মার্চ) বিকেল ৫টায় গঙ্গামতি পয়েন্ট এলাকায় এটিকে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা।

জুয়েল রানা জাগো নিউজকে জানান, প্রায় সাত ফুট দৈর্ঘ্য ও দুই ফুট প্রস্থের ডলফিনটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া ডলফিনের পেট ফেটে গেছে। ধারণা করা হচ্ছে, বেশ কয়েকদিন আগে এটির মৃত্যু হয়েছে।

jagonews24

পটুয়াখালী জেলা ইউএস-এইড/ইকো-ফিস ২, ওয়ার্ড ফিস বাংলাদেশ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি জাগো নিউজকে জানান, যে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে এসেছে এটি মূলত ইরাবতী ডলফিন। পেট ফেটে গেছে, মনে হচ্ছে মৃত্যুটা অনেক আগেই হয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জাগো নিউজকে জানান, আমাদের এক সদস্যর মাধ্যমে জানতে পারি পেট ফাটা একটি ডলফিন এসেছে ভেসেছে। পরে অন্যন্য সদস্যদের সহযোগিতায় মাটি চাপা দেয়া হচ্ছে। গত শীত মৌসুমে তেমন মৃত ডলফিনের দেখা না পাওয়া গেলেও এখন আবার দেখা যাচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।