ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় ফুল দিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীর ওপর হামলা

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০১:৩৩ পিএম, ২৬ মার্চ ২০২২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে ২৭ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করা হয়েছে। তবে যুবলীগের নেতারা বিষয়টি অস্বীকার করেছেন।

বিএনপি নেতা লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাইদুর রহমান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিএনপির নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিল। পথে শহরের ধান মহালে পৌঁছালে কলমাকান্দা যুবলীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম আহ্বায়ক নাজিম আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. চন্দন মিয়া, কলমাকান্দা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, যুবদল নেতা আশরাফুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের নেতা আরাফাত রহমানসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তবে কলমাকান্দা উপজেলা যুবলীগের আহ্বায়ক পলাশ বিশ্বাস জাগো নিউজকে বলেন, আমরা ২৬ মার্চের কর্মসূচি নিয়ে ব্যস্ত। কে কার ওপর হামলা করেছে তা জানি না। এটা তাদের অভ্যন্তরীণ ঘটনা হতে পারে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মর্কা (ওসি) আবদুল আহাদ খান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, ধান মহালে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে আছি, এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

এইচ এম কামাল/এমআরআর/এমএস