ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঝিনাইদহে ভারতে প্রবেশের সময় ২২ বাংলাদেশি আটক

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ২৬ মার্চ ২০২২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী-শিশুসহ ২২ বাংলাদেশি নাগরিককে আটক করেছেন ৫৮-বিজিবির সদস্যরা।

শনিবার (২৬ মার্চ) বিকেলে ৫৮-বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ভোরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত মাটিলা গ্রাম থেকে তাদের আটক করে বিজিবি। আটকদের বাড়ি সাতক্ষীরা, মুন্সিগঞ্জ, যশোর, নড়াইল ও বগুড়া জেলার বিভিন্ন এলাকায়।

অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টার অপরাধে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবির এ কর্মকর্তা।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম