ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:২৩ এএম, ২৮ মার্চ ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আমিরুল ইসলাম (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রোববার (২৭) বিকেলে উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম উপজেলার দেবনগড় ইউনিয়নের ধানশুকা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দুপুরে দেবনগড় বাজার থেকে বাড়ি ফিরছিলেন আমিরুল ইসলাম। এসময় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়ক পার হওয়ার সময় তেতুঁলিয়া থেকে পঞ্চগড়গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরাামর্শ দেন। এরপর রংপুর নেওয়ার পথে অবস্থার অবনতি হলে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেতুঁলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান বলেন, ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যান। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এছাড়া নিহতের মরদেহ হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সফিকুল আলম/এমএএইচ/