চাঁদপুর সরকারি হাসপাতালের ছাদে ধস, মা-নবজাতক আহত
চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের ছাদ ধসে মা ও নবজাতক আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের তৃতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে।
এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান মা তাসকিয়া ও নবজাতক। তাসকিয়া চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ গ্রামের রায়েস সরদারের স্ত্রী।
হাসপাতালের শিশু ওয়ার্ড সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ চাঁদপুর সরকারি হাসপাতালে ভর্তি হন তাসকিয়া। নবজাতক জন্ম নেওয়ার পর তাদের শিশু ওয়ার্ডের কেএমসি কর্নারে রাখা হয়। ঘটনার দিন সন্ধ্যায় ওয়ার্ডের এক পাশের ছাদ ধসে পড়ে। এতে মা ও নবজাতক আহত হন। এর মধ্যে মা তাসকিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হন। তবে সেখানে অন্য রোগী না থাকায় আর কেউ আহত হয়নি। মা ও নবজাতক শঙ্কামুক্ত রয়েছে বলে জানান কর্তব্যরত নার্সরা।
এদিকে হঠাৎ করে হাসপাতাল ভবনের ছাদ ধসে পড়ার ঘটনায় রোগীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন রোগীর স্বজনরা।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান জানান, আহতদের দ্রুত চিকিৎসা সেবা প্রদান করা হয়। তবে ভয়ের কিছু নেই। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
নজরুল ইসলাম আতিক/এমএইচআর