ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনা ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০২ এপ্রিল ২০২২

নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজেদুর রহমান ছোটনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১ এপ্রিল) রাতে জেলা শহরের সাতপাই ছোটগাড়া এলাকায় নিজ বাসার সামনে এ ঘটনা ঘটে। ছোটন ওই এলাকার মীর আব্দুর মালেকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জেলা শহরের সাতপাই এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাজেদুর রহমান ছোটনের বড় ভাইয়ের বিয়ের আয়োজন চলছিল। ওইদিন রাতে বাসার সামনে দাঁড়িয়ে থাকাকালে হঠাৎ দুর্বৃত্তরা তাকে কুপিয়ে চলে যায়।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান জাগো নিউজকে বলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মীর ছোটনের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেছে। ঘটনার সঠিক তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী বলা হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দাকার শাকের আহমেদ জাগো নিউজকে বলেন, আমি নিয়মিত টহলে ওইদিক থেকে আসার সময় ছোটনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতালে যাওয়ার সময় ছোটন তার আমেরিকা প্রবাসী বড় ভাই মীর মিজানুর রহমানের (৩৮) সঙ্গে তার পারিবারিক বিরোধ ছিল বলে জানিয়েছে। পারিবারিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

এইচ এম কামাল/এসজে/জেআইএম