ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

এক মোটরসাইকেলে ৩ শিক্ষক, গাছে ধাক্কায় প্রাণ গেলো একজনের

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ০৪ এপ্রিল ২০২২

পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আব্দুল্লাহ (৪২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আলামিন নামের আরেক মাদরাসা শিক্ষক আহত হন।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায়। তিনি ওই উপজেলার পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসার শিক্ষক।

স্থানীয়রা জানান, বীরগঞ্জ পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষক একটি মোটরসাইকেলে বোদা উপজেলায় যাচ্ছিলেন। বলরামহাট এলাকায় এলে একটি ট্রাক্টরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যান।

এ সময় গুরুতর আহত আরেক শিক্ষক আলামিনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া আরেক শিক্ষক লিটন কোনো আঘাত পাননি। তবে কী কাজে বা কোথায় যাচ্ছিলেন তাৎক্ষণিক তা জানা যায়নি।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জাগো নিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সফিকুল আলম/এসজে/এএসএম