নোয়াখালীতে সেচ পাম্পের তারে জড়িয়ে যুবকের মৃত্যু
ফাইল ছবি
নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে বিদ্যুৎচালিত সেচ পাম্পের তারে জড়িয়ে মো. রাকিব হোসেন (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে এ ঘটনা ঘটে। মো. রাকিব হোসেন ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মো. আবদুল জলিল বাচ্চুর ছেলে।
চরজব্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, চাষের জমিতে পানি দেওয়ার পাম্প মেশিনের বৈদ্যুতিক তারের একটি অংশ লিকেজ হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় রাকিব হোসেন ও তার বাবা সেটি ঠিক করতে গেলে অসাবধানতাবশত রাকিব বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে